
বিসমিল্লাহির রহমানির রাহীম
১ তাফসীরে রুহুল বয়ানে একটি হাদিসে বর্ণিত আছে যে, সূরা
ইয়াসীন পাঠ করবে তার সকল মকসুদ হাসিল হইবে। তাফসীরে (কামালাইন)
২ তিরমিযী শরীফে হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম
(সাঃ) বলেন, প্রতিটি জিনিসের একটি কলব আছে। কোরানের কলব হইল সূরা ইয়াসীন।
৩ হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, মহানবী (সাঃ) বলিয়াছেন,
উহা আমল এবং...