বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

যখন যা বলতে হবে

বিসমিল্লাহির রহমানির রাহীম


১ কোন কিছু আরাম্ভ করার পূর্বে------------- বিসমিল্লাহ্।
২ কোন কিছু করার উদ্দেশ্যে--------------ইনশাল্লাহ।
৩ কোন বিশ্বময়কর ভাল বিষয় দেখে-------- সুবাহানাল্লাহ।
৪ কষ্টে এবং যন্তনায়-----------------ইয়া-আল্লাহ্।
৫ প্রশংসার বহিঃপ্রকাশ--------------- মাশাআল্লাহ্।
৬ ধন্যবাদ ঞ্জাপনে------------------যাজাকাল্লাহ্।
৭ ঘুম থেকে জাগ্রত হবার পর--------লা-ইলাহা-ইল্লাল্লাহ্।
৮ শপথ নেয়ার পর--------------ওয়াল্লাহি বিল্লাহ্।
৯ হাঁচি দেয়ার পর--------------- আলহামদুল্লিল্লাহ্।
১০ অন্য কেউ হাঁচি দিলে---------- ইয়ার হামুকাল্লাহ্।
১১ জিঞ্জাসার জবাবে-------------- আলহামদুল্লিল্লাহ্।
১২ পাপের অনুশোচনায়-------------আস্তাগফিরুল্লাহ্।
১৩ পরোপকার করার সময়--------- ফি-সাবিলিল্লাহ্।
১৪ কাউকে ভালবাসলে------------ লিহুবিবল্লাহ্।
১৫ বিবাহ করার সময়-------------- আমানতুবিল্লাহ্।
১৬ বিদায়ের সময়------------------ফিআমানিল্লাহ্।
১৭ সমস্যা দেখা দিলে-------------- তাওয়াক্কালতু আহল্লাহ্।
১৮ অপ্রীতিকর কিছু ঘটলে-----------নওযুবিল্লাহ্।
১৯ আনন্দদায়ক কিছু ঘটলে----------ফাতাবারাকাল্লাহ্।
২০ প্রাথনায় অংশগ্রহন শেষে---------আমিন।
২১ মৃত্যুর সংবাদ শুনলে------------- ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পৃক্ত পোস্ট

মোট পৃষ্ঠাদর্শন